স্নিকারে লুকিয়ে থাকত খুর, কাঁধে গিটার — হাসনাত শোয়েব | স্মৃতিচারণ
অদ্ভুত সময় ছিল সেটা। জীবনের অন্যরকম একটা বাঁক। মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। মিউজিক তো আগে থেকেই ছিল, এবার যুক্ত হলো মাস্তানিও। টানা দুই-আড়াই বছর এই মাস্তানির সঙ্গে ছিলাম। মারামারিও কম করিনি। এমনও হয়ছে মারামারি করে গিয়ে সিটি দিতে বসলাম। আবার মারামারি করে প্র্যাকটিস প্যাডে গিয়ে বাজাতাম। মনে আছে, স্নিকারে লুকিয়ে থাকত খুর, কাঁধে গিটার। কখনো ইউজ করিনি, কিন্তু রাখতে ভালো লাগত। নিজে থেকে প্রথমে কখনো কাউকে আঘাত করিনি। তবে জবাব দিতে দেরি করিনি। এমনও হয়েছে প্রতিপক্ষকে মারতে গিয়ে হকি স্টিক দিয়ে বন্ধু সায়েমের পিঠে বাড়ি দিয়েছিলাম। ওইটাই ছিল তার প্রথম ও শেষ মার খাওয়া। সায়েমের গিটারের ব্যাগে রড ও হকি স্টিক নিয়ে টেম্পু নিয়ে মারামারি করতে গিয়েছিলাম একবার।
হ্যা, সব যে ঠিক ছিল, তা না। যেভাবে মাস্তানিটা যেমন চেয়েছিলাম, তেমন হয় নাই বলে এক সময় বেরিয়ে এসেছি। অনেক কিছু মানিয়ে নিতে পারিনি। সবকিছু হয়তো ঠিক ছিল না। অনেককিছু না বুঝে করেছি। কিন্তু এটা ফ্যাক্ট। এটা ঘটেছিল। আমার লাইফের ওই সময়টা নিয়ে আমার কোন রিগ্রেট নাই এবং বেরিয়ে আসা নিয়েও নাই। সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল। ওই সময়টাতেই আমরা রকস্টার হওয়ার স্বপ্ন দেখতাম, র্যাবো হওয়ার স্বপ্ন দেখতাম। হতে পারিনি, কিন্তু জার্নিটা অমূল্য।
লেখক:
হাসনাত শোয়েব
সাবেক শিক্ষার্থী, দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
কোন মন্তব্য নেই