যখন রাতেরা আরো অন্ধকার হয়
অার চাঁদ ডুব দেয় অ্যালকোহলে
পাহাড় গড়িয়ে নিচে পড়তে
থাকে পাথর
বোবাভাষার ভেতর দিয়ে, চুপচাপ
এক অদ্ভুত ডিলিরিয়াম
অামাকে ঘিরে ধরে
এবং এইরকম একেকটা রাত
সহজে পার হয় না
যতক্ষণ নৈঃশব্দ্যের ধ্বনি
ইথারে ভাসতে থাকে
লেখক: শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অসাধারণ হয়েছে
উত্তরমুছুন