স্বীকারোক্তি - শরীফুল আলম | কবিতা
এই স্বীকারোক্তি বড় সহজ
নিজেকে একা প্রমাণ করা
শুনেছি সেলফ্ কেলকোলেশন
বড় নিষ্ঠুর হয়
মৃত বলে রায় দেয়
একে একে সবাইকে
একচোখা দাঁড়কাক
পাশেই ভিক্ষুক
একটা ভাঙা মসজিদ
আপনি শুধু কল্পনার পর
কল্পনা করে যান
এক সন্ধ্যায় কোন এলোকেশী
প্রেমিকা হতে চাইলে, বড় হাসি পায়।
ইচ্ছে করে পাজর খুলে মিলিয়ে দেখি
কার চোখ কতো নীল
কে কতো বিষাদের বিষে উল্লাসিত
কার ভিতরটা কতো লাল
থকথকে ভালোবাসা নিয়ে
কে কতো বেশি পরিপূর্ণ।
আমি সেদিনও ঈশ্বরকে বলছিলাম,
আমায় মুক্তি দিন
আমি জীবনের কাছে পরাজিত নই,
বরং একটু বেশিই স্বাধীন।
উনি হাসলেন।
আবারো বললাম,
অথবা দান কোরে দিতে পারেন আমাকে
একটি প্রাণ আমার বদলে
কোন আধমরা বৃক্ষকে।
পৃথিবী বাঁচুক
এই একা থাকা প্রাণগুলো নিয়ে
বরং একা থাকার চেয়ে
বৃক্ষ হয়ে বাঁচা ভালো বলে...
লেখক: শিক্ষার্থী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (৩য় বর্ষ), চবি।
কোন মন্তব্য নেই