Header Ads

Header ADS

তুচ্ছ ,মনে হয় - শামীম সৈকত । কবিতা





তুচ্ছ, তোমার হাত। স্টেশন ভাসিয়ে বৃষ্টি। শিশিরভেজা শুকনো খর। ভাত নেই, পাথর রয়েছে। ওদিকে যেও না কো তুমি আর। যখন একাকী, আমি একা, তুমি রকমারি দোকান। পায়ে পায়ে জন্ডিস বিকেল। তার্কিক গোধূলি। অতর্কিত বোতামের হুশিয়ারি। সাবধান! সাবধান। মাইকের কান্নায় ঘুমিয়ে পড়ে ষোলশহরের ফুটপাত।
এক অসুখে দুজন অন্ধ। আয়কর ও অন্ধকার। একবার আমি একবার তুমি। এ খেলা বহমান নদী। এবার হয়েছে সন্ধ্যা। ঘরবিরহী চাবির শোক। প্রেম পাবো তাই কান পেতে শুনি। কিছিমের নোনা জীবনী। জলে স্থলে বিষম খেলা। মনে মনে হেঁটে যাই অনেক বেলা, অবেলা।

তেসরা এপ্রিল।
সোনালি আর ডালিয়া।
একটি নিগূঢ় গ্রামের কথা।
সেরগেই এসেনিন বলছে,
তিনটি উজ্জ্বল মাছ। জাহাজের কোঠায়।
গ্রীণকার্ড। কাজীর দেউরী। হাট তরমুজ।
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড।
আলোক সরকার আর অন্ধকার রায়
সৃষ্টিশীলতার প্রতি হেঁটে যায়।


লেখকঃ শামীম সৈকত
প্রাক্তন শিক্ষার্থী, দর্শন বিভাগ, চবি। 
(কবিতাটি হুইইসেলের প্রথম সংখ্যায় প্রকাশিত)

কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.