Header Ads

Header ADS

এক শাটলের যাত্রী - মাহবুব এ রহমান | ছড়া

শাটল ট্রেন
















বটতলীর ওই স্টেশন থেকে ছুটছে শাটল ট্রেন
গান গেয়ে যায় ঝকঝকাঝক এবং ঘ্যানর ঘ্যান!
কী নেই তাতে; আড্ডাবাজী, খুনসুঁটি আর ফান
ছন্দতালে ফ্রিতে আছে নানান টোনের  গান

হয় এখানে 'কম্পিটিশন' ধরতে ট্রেনে সিট
কেউ ধরে সিট বই দিয়ে আর কেউ বা রাখে ইট!
কেউ কেউ আছে ওড়না পাতে  কিংবা রাখে ফুল
বলছি যা সব অভিজ্ঞতা, একটুও নয় ভুল

কিন্তু তাতে কারো মনে জন্মায় না ক্ষোভ
দেখলে ধরা সিটটা, করে অন্যদিকে 'মুভ'
সিট না পেলে যায় দাঁড়িয়ে, হাসিমাখা মুখ
ভালোবাসার শাটল ট্রেনে এতেই অনেক সুখ
গরম ভীষণ? চিন্তা কেন, আছে বিশাল ছাদ
প্রশান্তি পায় এতেই সবাই নেই তো আর্তনাদ 

কষ্ট কিসের, দুঃখ কিসের, কিসের অভিমান?

এক শাটলের যাত্রী সবাই আমরা চবিয়ান


লেখকঃ












শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চতটগ্রাম বিশ্ববিদ্যালয়।
নিবন্ধ লেখক, দৈনিক জনকণ্ঠ।

কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.