বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

সত্যজিৎ রায়ের জলসাঘর: দ্বন্দ্ব ও পরিবর্তনের সিনেমা

 


সত্যজিৎ রায়ের চতুর্থ ছবি ‘জলসাঘর’, তারাশঙ্করের গল্প অবলম্বনে নির্মিত। ছবিটি ৫৮ সালে মুক্তি পেলেও গল্পটি লেখা হয়েছিল ৩৭ সালে। ব্রিটিশ শাসনাধীন ওই সময়ে বাঙলায় সামন্তপ্রথার অবসান হচ্ছে, আর পুঁজিতন্ত্রের প্রবেশ ঘটছে, এই প্রেক্ষাপটে ছবিটির কাহিনী।

এক সময়ের প্রতাপশালী জমিদার বিশ্বরম্ভ বাবু'র আজ সেই প্রতাপ কিংবা জমিজিরাত কিছুই নেই। আছে শুধু পূর্বপুরুষের গর্ব-ঐতিহ্য আর কিছু জমানো স্বর্ণালঙ্কার। জমিদারবাড়ির প্রতিবেশী, হাল আমলের সদ্য বড়লোক হওয়া ব্যবসায়ী মহিমের সাথে ইগো ক্ল্যাশ নিয়েই সিনেমার গল্পটি এগোয়। 
জমিদারের যখন নানান মালামাল নিলামে দিতে হচ্ছে, ওদিকে তখন মহিমের নতুন বাড়ি উঠছে। মহিম তাই ভোজের আয়োজন করলে জমিদার তার অবশিষ্ট সোনাদানা বেচে আরো বড় ভোজের এন্তেজাম করেন। মহিম কৃষ্ণাবাইকে গান গাওয়াতে এনেছে শুনে অভাবগ্রস্ত বিশ্বরম্ভ বাবুও তার জলসাঘরে বিরাট আয়োজন করেন। অনেকটা, ভিন্ন অর্থে, “জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়”।

তবে এই ক্ল্যাশ মূলত ক্ষয়িষ্ণু জমিদার প্রথা, পারিবারিক ঐতিহ্যের কনসেপ্ট ইত্যাদি সামন্তীয় ব্যাপারস্যাপারের সাথে কর্পোরেট দুনিয়ার। কয়েকটা সিম্বলিক দৃশ্যে এই মুভি আরো উজ্জ্বল হয়ে ওঠে। যেমন এক জায়গায় দেখা যায়, জমিদারের শান-শওকতওয়াল বিশাল হাতিটি যখন চড়ছিল, মহিমের ইঞ্জিনওয়ালা গাড়ি তখন ধূলো উড়িয়ে পাশ দিয়ে চলে যায়। ধূলোর তোড়ে দর্শক আর হাতিটি দেখতে পায় না।

পরিচালক যখন সত্যজিৎ, তখন অভিনয়, সিনেমাটোগ্রাফি ইত্যাদি নিয়ে  আলাদাভাবে না বললেও চলে। তবু এটুকু বলে রাখা যায়, জমিদারের চরিত্রে অভিনয় করা ছবি বিশ্বাস আপনাকে একটু বেশিই মুগ্ধ করবে। জলসাঘরের ওপেনিং সিন আর ছবি বিশ্বাসের ডায়লগ “অনন্ত, সানাই কোথায় বাজছে রে?” সিনেমার ইতিহাসে অমর হয়ে আছে। 

জলসাঘর দেখতে গিয়ে কারো কারো “চৌরঙ্গী”র কথাও মনে পড়ে যেতে পারে। সেখানে শাহজাহান হোটেলের ঐতিহ্যপ্রিয় মালিক তার শেয়ার বিক্রী করে দেন, কর্পোরেটদের হাতে পড়ে সে হোটেলের চেহারাও ‘ঐতিহ্যময়’ থেকে ‘আধুনিক’ হয়ে ওঠে। চৌরঙ্গী-তে যে পরিবর্তন একটা হোটেলে হয়েছিল, জলসাঘর-এ সেটারই প্রেক্ষাপট সমাজ। বিশ্বরম্ভ বাবু'র ব্যক্তিগত ঘটনাবলীর মধ্য দিয়ে সেই দ্বন্দ্ব আর পরিবর্তনকে ফুটিয়ে তোলেন কিংবদন্তী সত্যজিৎ রায়।

লেখা: দেওয়ান তাহমিদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন