রবিবার, ১৯ জুলাই, ২০২০

সুমনের গানে ও স্মৃতিতে হুমায়ূন আহমেদ


হুমায়ূন আহমেদ মারা যান ২০১২ সালের ১৯শে জুলাইয়ে। এ লেখাটি কবীর সুমন লিখেছেন হুমায়ূন আহমেদের ১ম মৃত্যুবার্ষিকীর আগের দিন, ১৮ই জুলাই ২০১৩-তে:

“হুমায়ূন আহমেদের সাথে আমার একবারই দেখা ও আলাপ হয়েছিল। বোধহয় ৯৭/৯৮ সালে। ইউএসএ’র কোথায় একটা, হয়ত ফিলাডেলফিয়া, ওখানে বঙ্গ সম্মেলন হচ্ছে। সম্মেলন মঞ্চের কাছাকাছি একদিন সকালে পশ্চিমবঙ্গের সাহিত্যিক সমরেশ মজুমদারের সাথে দেখা। সাহিত্য বিষয়ে আলোচনা অনুষ্ঠান হবে, সেজন্য তিনি চলেছেন মঞ্চের দিকে। আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে কথা বললেন। তাঁর সাথে একজন ভদ্রলোক। সমরেশ বাবু আলাপ করিয়ে দিতে বললেন, “ইনি সুমন। আর ইনি বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদ”।ভদ্রলোক সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন, “দাদা, মার্জনা করবেন। আমি কোন সাহিত্যিকই নই। সাহিত্যিক হলেন সমরেশ দা। আমি বাংলাদেশের নিতান্ত এক বেস্ট সেলার লেখক। সাহিত্য করি না, বেস্ট সেলার লিখি”।কথা গুলো উনি বেশ স্বাভাবিক ভাবে বললেন। কোন আদিখ্যেতা ছাড়া, কন্ঠে কোন রকম আরোপিত আবেগ বা বিনয়ে গদগদ ভাব না এনে। এরকম সোজাসাপ্টা কথা বাঙ্গালিদের মুখে শুনি না সচরাচর।আজ এত বছর পরেও প্রতিটি শব্দ মনে আছে, মনে আছে মানুষটির মুখ। ঢাকার এক তরুণ আমাকে তাঁর লেখা “নন্দিত নরকে” পড়িয়েছিলেন, কোনদিন ভুলবো না, চমকপ্রদ।আরো পরে হুমায়ূন আহমেদের তৈরী কিছু নাটকের ভিডিও দেখেছি। কি রসবোধ, কি হিউমার। ব্রিলিয়ান্ট। অসামান্য। ওনার টিভি নাটকের সমতুল্য কোন কিছু অন্তত পশ্চিমবঙ্গে আমি দেখিনি তেমন। আদ্যন্ত সৃজনশীল এক মানুষ। গত ৫০ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য বাঙালি ও উপমহাদেশীয় ব্যক্তিদের অতি সংক্ষিপ্ত তালিকাতেও হুমায়ুন আহমেদ স্থান পেতে বাধ্য। ১৯ই জুলাই ২০১৩ ওনার প্রথম মৃত্যুবার্ষিকী।”

কিংবদন্তী শিল্পী কবীর সুমন লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে একটি গানও গেয়েছেন:

হুমায়ূন আহমেদ

শাওন মেঘে কি কথার  বৃষ্টি ঝরে
তাকে ভাবলেই কাহিনীরা ভীড় করে।
কাহিনীর পর কাহিনীর সে কী জেদ
দেখিয়ে দিলেন হুমায়ূন আহমেদ।

শাওন মেঘে কি কথার  বৃষ্টি ঝরে
তাকে ভাবলেই কাহিনীরা ভীড় করে।

ছোট থেকে বড় পাঠক সংখ্যা কত
চরিত্রগুলো তার পাঠকের মতো
ধরা-ছোঁয়া যায় দেখা যায় আয়নায়
আরো বলো আরো গল্পের বায়নায়।
চলেছে বাক্য তারই কলম ধরে
সহজ কথার গল্প সঙ্গে করে
সঙ্গী হয়েছি গল্পের সড়কেই
স্বর্গ ছুঁয়েছি নন্দিত নরকেই।

শাওন মেঘে কি কথার  বৃষ্টি ঝরে
তাকে ভাবলেই কাহিনীরা ভীড় করে।

এ দুনিয়া ছেড়ে অন্য কোথাও যাওয়া
সেখানে নতুন গল্পই খুঁজে পাওয়া
কারুর কারুর পড়ে না পূর্ণচ্ছেদ
আবার লিখুন, হুমায়ূন আহমেদ।

শাওন মেঘে কি কথার  বৃষ্টি ঝরে
তাকে ভাবলেই কাহিনীরা ভীড় করে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন